মঙ্গলবার ০৭ মে ২০২৪, বৈশাখ ২৩ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কঠোর লকডাউনে যা কিছু অনুমোদিত

 প্রকাশিত: ১৫:২৯, ১২ এপ্রিল ২০২১

কঠোর লকডাউনে যা কিছু অনুমোদিত

করোনার উর্দ্ধগতিকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানানোর জন্য ১৪ ই এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।  এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন অব্যাহত। এ লকডাউনে কিছু বিষয়ে অনুমোদন রয়েছে।  
১.  পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে জুম 'আ ও তারাবির নামাজের জামায়াত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। 
২. স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা চলতে পারবে তবে সকল শ্রমিকদের নিজস্ব প্রতিষ্ঠানের পরিবহনে যাতায়াত নিশ্চিত করতে হবে। 
৩. সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্য ও সেবাদান সংশ্লিষ্ঠ ক্ষেত্রে এ হুকুম কার্যকর হবেনা। 
৪. শুধুমাত্র টিকাকার্ড প্রদর্শন করে টিকা নিতে যাওয়া ব্যাতিত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 
৫. হোটেল ও রেঁস্তোরা দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং রাত ১২ থেকে ভোর ৬ টা পর্যন্ত খোলা থাকলেও শপিংমল বন্ধ থাকবে। 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: