ডি আর কঙ্গোতে আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় নিহত ১৯

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বিদ্রোহী যোদ্ধারা কমপক্ষে ১৯ জনকে হত্যা করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রুয়ান্ডার সীমান্তবর্তী দেশ ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে তিন দশকেরও বেশি সময় ধরে চরম সহিংসতা চলমান রয়েছে। গোলযোগপূর্ণ অঞ্চলটিতে প্রায়শই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়।
স্থানীয় সামরিক প্রশাসক আলাইন কিওয়েওয়া এএফপিকে বলেন, উগান্ডার সাবেক বিদ্রোহীদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) রোববার লুবেরো অঞ্চলের মুকোন্ডো গ্রামে অভিযান চালিয়ে ‘১৯ জনকে হত্যা’ করেছে।
তিনি আরো বলেন, ‘গ্রামবাসীদের ঘরবাড়ি ও দোকানে অগ্নি সংযোগ করা হয়েছে এবং এতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে।’
স্থানীয় নাগরিক সমাজ সংস্থার প্রধান কাম্বালে মাবোকো এএফপিকে জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন বেসামরিক নাগরিক ও একজন কঙ্গোলি সৈন্যকে শনাক্ত করা হয়েছে। আক্রমণকারীরা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষকে এই হামলা সম্পর্কে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।
মাকোবো দুঃখের সঙ্গে অভিযোগ জানিয়ে বলেন, ‘কর্তৃপক্ষকে হামলার ব্যাপারে সতর্ক করা হলেও, একে আমলে নেওয়া হয়নি এবং সতর্কতাকে গুরুত্ব না দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।’
২০২১ সাল থেকে উগান্ডার সৈন্যরা এডিএফ-এর বিরুদ্ধে লড়াই করার জন্য কঙ্গোলি সেনাবাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে। কিন্তু যৌথ অভিযান সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
এডিএফ মূলত প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অঞ্চলটি জুড়ে থাকা বিশাল জঙ্গলে লুকিয়ে পড়ে।
এএফপি’র এক পরিসংখ্যান অনুসারে, জুলাই থেকে তারা ডিআরসি’র পূর্বাঞ্চলে বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে ১৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।