শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

২০ কোটি টাকার বেশি সব ঋণ যাচাই করা হবে: গভর্নর ‘শত কোটি টাকার’ অনিয়ম: কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক ২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন সিঙ্গাপুরেই হাদির অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে পরিবার: ইনকিলাব মঞ্চ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ জেআইসিতে ‘গুম-নির্যাতন’: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ হাদির জন্য এখন দোয়াই বেশি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের প্রতিশ্রুতি: ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক জোয়ার যুক্তরাষ্ট্রের অবরোধে পর ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীনের হাজারীবাগের হোস্টেলে এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু শিল্প শ্রমিকদের জন্য ‘প্রবাসী ফি` বাতিল করেছে সৌদি আরব ইউক্রেইন যুদ্ধ নিয়ে ‘আগামী সপ্তাহে মায়ামিতে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া’

জাতীয়

স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ

 আপডেট: ১৬:১৫, ২১ মে ২০২২

স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ

টানা কয়েকটা দিন চট্টগ্রামবাসীর কেটেছে বেশ গরমের মধ্যে। সেই অবস্থা থেকে বের হয়ে আসার উপলক্ষ্য হয়ে আজ নেমেছিল বৃষ্টি। কিন্তু স্বস্তির বদলে তাতে একদিক দিয়ে নগরের মানুষের দুর্ভোগ বেড়েছে। বেশ কয়েক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

আজ শনিবার সকালে সূর্য উঠেছিল। রোদ দিয়ে দিনের শুরু চট্টলার। কিন্তু ৮টার পর থেকে সকাল ১১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে থাকে। ঝড়ো হাওয়াও বয়েছে বেশ। ৩ ঘণ্টায় নগরীতে ৪০  মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এই বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দেয়। পাশাপাশি আনে দুর্ভোগ। নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ছাড়াও বাড়ির আশেপাশে পানি উঠে যায়। জমে থাকা সেই পানি পার হয়ে মানুষকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। 

জলাবদ্ধতা দেখা গেছে বড় মিয়া মসজিদ, কে বি আমান আলী রোড, ফুলতলা, দুই নম্বর গেট, চকবাজার, কাপাসগোলা, কালামিয়া বাজার, বাদুরতলা, জঙ্গী শাহর মাজার গেটসহ বেশ কিছু এলাকায়। 

সকালের সময়টা অফিসে যাওয়ার। স্কুলের সময়ও এটা। একে বৃষ্টি, তার ওপর পথেঘাটে জমে আছে পানি। অফিসগামী মানুষকে অনেক জায়গায় নোংড়া পানিতে হাটু পর্যন্ত ভিজিয়ে অফিসে যেতে হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তির শেষ ছিল না। 

চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা পুরনো। এটা সমাধানের কাজ চলছে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ বর্তমানে চলমান।

জানা যায়, এসব প্রকল্পের কাজ চলছে বলে নগরীর বেশ কিছেু খালে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। বৃষ্টিতে বিপত্তি এসেছে ওখান থেকে। বর্ষাকালের আগে ওইসব বাঁধ খুলে দেওয়ার কথা। কিন্তু তার আগে এই গ্রীষ্মের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলো।