মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ মেট্রোরেলে মৃত্যু: চোখের জলে বিদায় আজাদকে জামালপুরে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোট সামনে রেখে ‘বৃহৎ জোট গঠনের ভাবনা’ বিএনপির ৪২৭৬১ কেন্দ্রে হতে পারে ভোট নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব ভোটে কার কাজ কী, জানাতে আন্তঃমন্ত্রণালয় সভায় বসছে ইসি সংস্কার–নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার ঢাকার মেট্রোরেল: সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক মেট্রোরেল চলছে ‘পুরো পথে’ আফগানিস্তানের সঙ্গে আলোচনার মধ্যেই সীমান্তে সংঘর্ষ, প্রাণহানির খবর দিল পাকিস্তান চাকরি ছাড়লেন কেলি, নতুন ট্রেনারের সন্ধানে বিসিবি

জাতীয়

স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ

 আপডেট: ১৬:১৫, ২১ মে ২০২২

স্বস্তির বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ

টানা কয়েকটা দিন চট্টগ্রামবাসীর কেটেছে বেশ গরমের মধ্যে। সেই অবস্থা থেকে বের হয়ে আসার উপলক্ষ্য হয়ে আজ নেমেছিল বৃষ্টি। কিন্তু স্বস্তির বদলে তাতে একদিক দিয়ে নগরের মানুষের দুর্ভোগ বেড়েছে। বেশ কয়েক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

আজ শনিবার সকালে সূর্য উঠেছিল। রোদ দিয়ে দিনের শুরু চট্টলার। কিন্তু ৮টার পর থেকে সকাল ১১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে থাকে। ঝড়ো হাওয়াও বয়েছে বেশ। ৩ ঘণ্টায় নগরীতে ৪০  মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এই বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দেয়। পাশাপাশি আনে দুর্ভোগ। নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ছাড়াও বাড়ির আশেপাশে পানি উঠে যায়। জমে থাকা সেই পানি পার হয়ে মানুষকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। 

জলাবদ্ধতা দেখা গেছে বড় মিয়া মসজিদ, কে বি আমান আলী রোড, ফুলতলা, দুই নম্বর গেট, চকবাজার, কাপাসগোলা, কালামিয়া বাজার, বাদুরতলা, জঙ্গী শাহর মাজার গেটসহ বেশ কিছু এলাকায়। 

সকালের সময়টা অফিসে যাওয়ার। স্কুলের সময়ও এটা। একে বৃষ্টি, তার ওপর পথেঘাটে জমে আছে পানি। অফিসগামী মানুষকে অনেক জায়গায় নোংড়া পানিতে হাটু পর্যন্ত ভিজিয়ে অফিসে যেতে হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তির শেষ ছিল না। 

চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা পুরনো। এটা সমাধানের কাজ চলছে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ বর্তমানে চলমান।

জানা যায়, এসব প্রকল্পের কাজ চলছে বলে নগরীর বেশ কিছেু খালে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। বৃষ্টিতে বিপত্তি এসেছে ওখান থেকে। বর্ষাকালের আগে ওইসব বাঁধ খুলে দেওয়ার কথা। কিন্তু তার আগে এই গ্রীষ্মের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলো।