এ বছর ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে, এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন ডেঙ্গু রোগী। তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনে।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪২