মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬, মাঘ ১৪ ১৪৩২, ০৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

মির্জা আব্বাসের ‘বহিষ্কার চান’ পাটওয়ারী মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত স্কুলে শিশু নির্যাতন: পবিত্র কুমার ৪ দিনের রিমান্ডে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা নির্বাচন অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ারের ভোটের পথ খুলল মুস্তাফিজকে খেলতে না দেওয়া ‘চরম অপমান’: জামায়াত আমির রাষ্ট্রপতি ভোট দেবেন পোস্টাল ব্যালটে ডাকসু ‘মাদকের আড্ডা-বেশ্যাখানা’: সেই জামায়াত নেতা বহিষ্কার একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারিই, কমবে স্টল ভাড়া আজ ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভা প্রবাসীদের সাড়ে ২১ হাজার ব্যালট দেশে পৌঁছেছে তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ২০

শিক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি: কারিগরির ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচি

 প্রকাশিত: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬

৫০তম বিসিএস প্রিলিমিনারি: কারিগরির ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচি

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আগামী ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

কারিগরি বোর্ডের গতকালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ‘বেসিক ইলেকট্রিসিটি’ (২৬৭১১) বিষয়টি বিসিএস পরীক্ষার কারণে ওই দিনই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, এছাড়া, ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারিত ‘সার্ভে ক্যাড’ (২৭৮৩২) ও ‘ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স’ (২৬৮৩৩) পরীক্ষা দুটির তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

১ ফেব্রুয়ারির ব্যবহারিক পরীক্ষা ৩য় ও ৪র্থ শিফটে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হলেও পূর্বে জারিকৃত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষার পরিবর্তিত এই সময়সূচি সংশ্লিষ্ট সকল কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে জানা যাবে।