রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার প্রতিবাদ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক জামায়াত আমিরের ১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

খেলা

বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির

 প্রকাশিত: ১২:৩৫, ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির

ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া নিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, মঙ্গলবার এই চিঠি দিয়েছে পাকিস্তানের বোর্ড এবং সেখানে উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক রাজনৈতিক বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি নিয়ে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি। এই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পিসিবির চিঠির প্রেক্ষিতেই আইসিসি এই সভা আহবান করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি ইএসপিএনক্রিকইনফো।

এই ক্রিকেট ওয়েবসাইটই কদিন আগে খবর প্রকাশিত করেছিল, বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বিসিবিকে এবং এ দিনের মধ্যেই সিদ্ধান্ত হতে পারে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগের দিন পিসিবির এই চিঠি পুরো ব্যাপারটিতে ভিন্ন মাত্রা যোগ করছে। তবে ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, আইসিসির অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড় বিসিবি। আইসিসিও ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্তে অটল। দুই দফা আনুষ্ঠানিক বৈঠক ও বিভিন্ন আলোচনায় দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে বারবার। বিসিবি দফায় দফায় তুলে ধরেছে নিজেদের নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি। আইসিসিও প্রতিবারই বলেছে, কোনো দলের প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকি নেই।

গত কয়েকদিনে পাকিস্তানের সংবাদমাধ্যমে নানারকম খবর বেরিয়ে বিভিন্ন সূত্রের বরাতে। বাংলাদেশের ম্যাচগুলি পাকিস্তান আয়োজন করতে চায়, বাংলাদেশের সমর্থনে তারাও বিশ্বকাপে খেলবে না, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রেখেছে পাকিস্তান দল, এমন চমকপ্রদ সব খবর বেরিয়েছে। তবে পিসিবি কর্তারা আনুষ্ঠানিকভাবে কোনোটিই নিশ্চিত করেননি। বরং পিসিবি বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই ধরনের কোনো ভাবনা তাদের নেই। মন্তব্য করতে ইএসপিএনক্রিকইনফোর অনুরোধেও সাড়া দেয়নি পাকিস্তানের বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম দিনেই মাঠে নামার কথা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা কলকাতায়।

তবে বাংলাদেশ সেখানে যাচ্ছে না নিশ্চিতভাবেই। কলকাতার বদলে কলম্বো বা ক্যান্ডিতে হবে কি না, সেটি জানা যাবে হয়তো শিগগিরই।