রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার প্রতিবাদ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক জামায়াত আমিরের ১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

খেলা

ইব্রাহিম-রাসুলির ব্যাটে উইন্ডিজ বধ আফগানদের

 প্রকাশিত: ১৩:১৩, ২০ জানুয়ারি ২০২৬

ইব্রাহিম-রাসুলির ব্যাটে উইন্ডিজ বধ আফগানদের

ইব্রাহিম জাদরান ও দারউইশ রাসুলির জোড়া হাফ-সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের পাত্তাই দেয়নি রশিদ খানের দল। ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের তোপে ১৪৩ রানেই থমকে যায় উইন্ডিজরা।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই শূন্য হাতে সাজঘরে ফেরেন বিধ্বংসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

দলীয় ১৯ রানে সেদিকুল্লাহ আতালকে হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে সেখান থেকেই শুরু হয় ইব্রাহিম ও দারউইশের মহাকাব্যিক লড়াই। তৃতীয় উইকেটে তারা গড়েন অবিচ্ছিন্ন ১৬২ রানের রেকর্ড জুটি। ইব্রাহিম জাদরান ৮৭* এবং দারউইশ রাসুলি ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

শেষ ৫ ওভারে ৫৩ রান তুলে আফগানিস্তান স্কোরবোর্ডে জমা করে ১৮১ রান। ক্যারিবীয় ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়াও তাদের বড় সংগ্রহে সহায়তা করে।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই ব্রেন্ডন কিংকে ফেরান মুজিব উর রহমান।

এরপর জনসন চার্লস ১৬ বলে ২৭ রান করে কিছুটা আশা দেখালেও তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুজিব। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। দলের সেরা তারকা শিমরন হেটমায়ার ও আমির জাঙ্গুকে প্যাভিলিয়নের পথ দেখান অধিনায়ক রশিদ খান।

মাঝপথে অভিষিক্ত কোয়েন্টিন স্যামসন (৩০) ও ম্যাথিউ ফোর্ড কিছুটা লড়াই করার চেষ্টা করেন। স্যামসন ফেরার পর গুদাকেশ মোতি ১৫ বলে ২৮ রানের ক্যামিও খেললেও তা যথেষ্ট ছিল না।

১৮তম ওভারে নূর আহমদ জোড়া আঘাত হানলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় তারা। আফগানিস্তানের হয়ে জিয়াউর রহমান শরিফি ৩৬ রানে ৩টি এবং রশিদ খান ১৯ রানে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ১৮১/৩ (২০ ওভার); ইব্রাহিম ৮৭*, রাসুলি ৮৪। ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩/৯ (২০ ওভার); স্যামসন ৩০, মোতি ২৮; শরিফি ৩-৩৬, রশিদ ২-১৯। ফল: আফগানিস্তান ৩৮ রানে জয়ী।