বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাদি হত্যা: ডিবি পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ, বাদীর নারাজি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরোধিতা, যুক্তরাষ্ট্রে মামলা

 আপডেট: ১১:৫৬, ১৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরোধিতা, যুক্তরাষ্ট্রে মামলা

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো বিক্রির আদেশের বিরুদ্ধে তারা মার্কিন আদালতে আপিল করেছে।

পিডিভিএসএ’র প্রতিনিধিরা মঙ্গলবার বলেন, দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাতিলের আবেদন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার পরিশোধ না করা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আদায়ের লক্ষ্যে একাধিক ঋণদাতা সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই দীর্ঘদিনের আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দেয়।

সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর।

পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।

২০১৯ সাল থেকে সিটগো ভেনেজুয়েলার বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্র তৎকালীন বিরোধী নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপের লক্ষ্য ছিল কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।

তবে ৬৩ বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ও মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ গত বছর সিটগো নিলামে তোলার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘জোরপূর্বক বিক্রি’ বলে অভিহিত করেছিলেন। 

তবে মাদুরো গ্রেফতার হওয়ার পর, তিনি ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সংক্রান্ত দাবিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।