বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

ব্রেকিং

নোয়াখালীতে ‘দুদল সন্ত্রাসীর’ মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত প্রশাসন ও পুলিশের আশ্বাসে ‘বুকের জোর বেড়েছে’ সিইসির কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ-সংঘর্ষ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ: মুখপাত্র ইনকিলাব মঞ্চের শহীদী শপথ, হত্যার বিচার ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা টিএফআই’তে গুম-নির্যাতন: হাসিনা, কামাল ও ১৫ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ তারেক আসছেন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারের জন্য গেল জজ আদালতে জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে সমঝোতা বিএনপির মাদুরোর পদত্যাগই হবে ‘বুদ্ধিমানের কাজ’: ট্রাম্প খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক ভেনেজুয়েলার জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের সমালোচনায় চীন

শিক্ষা

জবিতে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রথমবারের মতো গবেষণা অনুদানে

 প্রকাশিত: ২০:২০, ২৩ ডিসেম্বর ২০২৫

জবিতে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রথমবারের মতো গবেষণা অনুদানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদানের চেক প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রতিটি অনুষদ থেকে প্রতীকীভাবে একজন এমফিল ও একজন পিএইচডি গবেষকের হাতে অনুদানের চেক প্রদান করেন।

চেক প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে সকল এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য এ ধরনের অনুদান বা বৃত্তি ব্যবস্থার পরিসর আরও সম্প্রসারণের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের থিসিস ও গবেষণায় আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রথম উদ্যোগের আওতায় ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সকল ইনস্টিটিউট ও বিভাগের মোট ১৩১ জন এমফিল ও পিএইচডি শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৬৯ জন এমফিল গবেষক প্রত্যেকে এককালীন ১২,৪৮৫ টাকা এবং ৬২ জন পিএইচডি গবেষক প্রত্যেকে এককালীন ২০,৮৪৮ টাকা করে অনুদান পাবেন।