বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

ব্রেকিং

নোয়াখালীতে ‘দুদল সন্ত্রাসীর’ মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত প্রশাসন ও পুলিশের আশ্বাসে ‘বুকের জোর বেড়েছে’ সিইসির কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ-সংঘর্ষ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ: মুখপাত্র ইনকিলাব মঞ্চের শহীদী শপথ, হত্যার বিচার ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা টিএফআই’তে গুম-নির্যাতন: হাসিনা, কামাল ও ১৫ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ তারেক আসছেন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারের জন্য গেল জজ আদালতে জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে সমঝোতা বিএনপির মাদুরোর পদত্যাগই হবে ‘বুদ্ধিমানের কাজ’: ট্রাম্প খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক ভেনেজুয়েলার জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের সমালোচনায় চীন

শিক্ষা

নওগাঁয় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৪৫০ শিক্ষার্থী

 প্রকাশিত: ১৬:০৭, ২০ ডিসেম্বর ২০২৫

নওগাঁয় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৪৫০ শিক্ষার্থী

মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম’ এ স্লোগানে নওগাঁয় আইসিএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদরাসায় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সহযোগিতায় ইসলামীক এডুকেশন সোসাইটি ঢাকা এই পরীক্ষার আয়োজন করে।

আয়োজকরা জানান, পরীক্ষায় নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণির সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৩জন এবং অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি ৪ জনের মধ্যে একজনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে জানায় ভবিষ্যৎ শিক্ষা জীবনে এ পরীক্ষা আমাদের অনেক কাজে দিবে। 

পরীক্ষায় অংশ নেওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাবিহা জান্নাত বলেন, প্রথমবারের মতো কোন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। প্রশ্ন সহজ মনে হয়েছে। আশাকরি বৃত্তি পাবো। ভবিষ্যৎ শিক্ষা জীবনে এই পরীক্ষা কাজে দিবে।

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর আমরা এই পরীক্ষার আয়োজন করে আসছি। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। 

এ সময় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সভাপতি মো. আব্দুল হাই, সেক্রেটারী দেলোয়ার হোসাইন সাঈদ, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট আব্দুর রহিম মিঠুনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।