মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এবার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু আদালতের রায়কে ‘প্রহসন’ বললেন টিউলিপ তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল কেমন আছেন খালেদা জিয়া? ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান ফখরুলের খালেদার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: ফখরুল খালেদা জিয়ার অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার আন্দোলনে শিক্ষকরা, অধিকাংশ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া রেহানার প্লট দুর্নীতি: খুশি নন খুরশীদের আইনজীবী, দুদকও অসন্তুষ্ট বাংলাদেশে প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এশিয়ার বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, মৃতের সংখ্যা প্রায় ১,০০০ হাসিনার ৫ রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

 প্রকাশিত: ১৪:২৮, ১ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির মেরিন সায়েন্স অ্যান্ড মডেলিং ল্যাবরেটরির যৌথ উদ্যোগে ‘জিএনএসএস বউ-অ্যান্ড সারফেস ওয়েভ মেজারমেন্ট’শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

ভূতত্ত্ব বিভাগের অডিটোরিয়ামে আজ রোববার এ সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আবু হেনা মুহাম্মদ ইউছুফ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চীনের বিশেষজ্ঞ প্রশিক্ষক ড. শুমিন জিয়াং এবং ড. ইয়াবিন ওয়াং প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।  

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এবং চীনের জনগণের মধ্যে প্রায় ২ হাজার বছর যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা এ সম্পর্ক আরও জোরদার করতে চাই। শিক্ষা ও গবেষণার উন্নয়নে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক আরও বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ ও চীনের মধ্যকার সামুদ্রিক গবেষণার সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, বুয়েট, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।