বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে ‘করার কিছু নেই’: পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন করবো, তবে কোন দল থেকে নিশ্চিত না: আসিফ মাহমুদ আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন, ‘অবরুদ্ধ’ অর্থ উপদেষ্টা দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ বললেন ট্রাম্প ভারতীয় সংবাদমাধ্যমের খবর: খালেদার জন্য হাসিনা ‘উদ্বিগ্ন’ প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

লাইফস্টাইল

প্লেট ধোয়ার অভ্যাসে ফুটে ওঠে ব্যক্তিত্ব

 প্রকাশিত: ১৬:৫৯, ২৭ নভেম্বর ২০২৫

প্লেট ধোয়ার অভ্যাসে ফুটে ওঠে ব্যক্তিত্ব

খাবার শেষে অনেকেই নিজের প্লেট টেবিলেই রেখে দেন, আবার কেউ কেউ অভ্যস্ত নিজের প্লেট নিজে ধুয়ে পরিষ্কার করে রাখতে। ঘরোয়া পরিবেশে হোক বা দাওয়াতে—এই অভ্যাসকে অনেক সময় সাধারণ বিষয় মনে করা হয়। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, প্লেট ধোয়ার অভ্যাস শুধু পরিচ্ছন্নতার নয়, বরং এটি একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিক গঠন ও চিন্তাধারার প্রতিফলন।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে নিজের থালা-বাসন ধুয়ে ফেলেন, তাদের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানীদের মতে, এই ছোট্ট অভ্যাসটি আসলে একাধিক ইতিবাচক চারিত্রিক দিক প্রকাশ করে—

কাজ শেষ করার প্রবণতা

যারা নিজের প্লেট নিজে ধুয়ে ফেলেন, তারা অসমাপ্ত কাজ পছন্দ করেন না। যেকোনো কাজ শুরু করলে সেটি দ্রুত শেষ করতে চান। খাবার শেষে প্লেট ধোয়া তাদের জন্য এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয়।

পরিচ্ছন্নতাদায়িত্ববোধ

এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের পরিবেশ ও আশেপাশের মানুষের প্রতি সচেতন। রান্নাঘর ও ঘর পরিষ্কার রাখা তাদের কাছে দায়িত্বের অংশ। তারা অন্যদের কষ্ট কমাতে সচেষ্ট থাকেন।

রুটিন মেনে চলার অভ্যাস

খাওয়ার পর প্লেট ধোয়া তাদের জীবনের একটি রুটিন হয়ে দাঁড়ায়। এতে সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ কমে এবং জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় থাকে।

আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা

বিশ্রামের প্রলোভন থাকলেও তারা আগে কাজ শেষ করতে পছন্দ করেন। এই অভ্যাস তাদের আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

মাইন্ডফুলনেস বা সচেতনতা

প্লেট ধোয়ার সময় পানির প্রবাহ, সাবানের ফেনা কিংবা হাতের স্পর্শে মনোযোগ দেওয়া মানসিক একাগ্রতা বা মাইন্ডফুলনেস বাড়াতে সাহায্য করে। ফলে তারা মানসিকভাবে শান্ত ও চাপমুক্ত থাকতে পারেন।

বিনয়ী স্বভাব

বাসন ধোয়া ছোট একটি কাজ হলেও যারা এটি নিজেরা করেন, তারা সাধারণত অহংবর্জিত ও বিনয়ী চরিত্রের মানুষ। তারা প্রশংসা নয়, দায়িত্ববোধ থেকেই কাজটি করেন।