মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১১ ১৪৩২, ০৪ জমাদিউস সানি ১৪৪৭

জাতীয়

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ এক বাংলাদেশি নিহত

 প্রকাশিত: ১৩:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ এক বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলার বাসিন্দা।

রোববার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছে, জামালসহ কয়েকজন শনিবার রাতে বাড়ি থেকে বের হয়। পরে রোববার ভোরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামালের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, “কয়েকজন মিলে সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে প্রবেশ করে। সেখানে সুপারি চুরি করার সময় ভারতীয় খাসিয়ারা তাদের গুলি করে।

“তখন জামালের শরীরের গুলি লাগলে তার সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে আসে।”