শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

শিশু

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা

 প্রকাশিত: ১৬:১১, ৫ নভেম্বর ২০২৫

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা

গোপালগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম। 

আরও ছিলেন জুনিয়র কার্ডিওলজিস্ট ডা. হরিপদ রায়, শিশু বিশেষজ্ঞ ডা. পরিমল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম ফরুক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
শতভাগ শিশুদের টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সবাইকে এগিয়ে আসতে হবে।