শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত

 প্রকাশিত: ০১:৩১, ১৫ মে ২০২০

সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত

করোনা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশজুড়ে চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, কাঁচাবাজার, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

অনলাইন নিউজ পোর্টাল