যুক্তরাজ্যে শিশুদের ওপর করোনার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত

করোনা প্রতিরোধী অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় কারো কারো ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সম্ভাব্য যোগসূত্র রয়েছে এমন তথ্য পাওয়ার পর যুক্তরাজ্যে শিশুদের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। টিকাটি উদ্ভাবনে সহায়তাকারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শিশুরোগের চিকিৎসা সংক্রান্ত ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপত্তাজনিত উদ্বেগ নেই। তবে টিকাটি নেয়ার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে রক্ত জমাট বাঁধার বিরল ঘটনা পর্যালোচনা করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। সংস্থাটি থেকে এ বিষয়ে আরো তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি। এর পরই শিশুদের ক্লিনিক্যাল ট্রায়ালে টিকাদানের বিষয়ে ভাবা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, অভিভাবক ও শিশুদের টিকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তারা টিকাকেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ইউরোপের বিভিন্ন দেশে টিকাগ্রহীতাদের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। টিকাটির সঙ্গে রক্ত জমাট বাঁধার নিশ্চিত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। এগুলোর মধ্যে এমএইচআরএ অন্যতম।
অনলাইন নিউজ পোর্টাল