গণহারে মানুষ মারা পড়তে পারে মিয়ানমারে: জাতিসংঘ

মিয়ানমারের কায়াহ রাজ্যে লড়াই-সংঘাতের মুখে লাখো মানুষ পালিয়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। অনাহারে যে কোনও সময় সেখানে গণহারে মানুষ মারা পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কায়াহ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী কারেন পিপলস ডিফেন্স ফোর্স সেনাবাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। এই বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম করছেন।
মিয়ানমারের সেনাবাহিনী সর্বশেষ গত ২১ মে সেখানে বিমান হামলা চালায়। ঘটনার পর প্রদেশটির ১ লাখের বেশি মানুষ দু-পক্ষের সংঘর্ষ, গোলাগুলি, বিমান হামলা ও গোলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে বনে-জঙ্গলে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, দ্রুত কোনো ব্যবস্থা না নিলে কায়াহ প্রদেশের বাস্তুচ্যুতদের গণমৃত্যু দেখা দেবে। এটি এমন মাত্রায় যা আমরা কল্পনাও করতে পারব না। পূর্বে মিয়ানমারে এর থেকে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি আর দেখা যায়নি।
অ্যান্ড্রুজ বলেন, জীবন রক্ষার তাগিদে ইতোমধ্যে মানুষ সীমান্ত পার হয়ে প্রতিবেশি দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মিয়ানমার ও তার প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জান্তার হাত থেকে মিয়ানমারের সাধারণ মানুষ ও তাদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।
অনলাইন নিউজ পোর্টাল