ভেনিজুয়েলার নেতা মাদুরোর দিন শেষ : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর দিন শেষ। তবে, দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে আসন্ন যুদ্ধের আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কিনা সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পকে এমন প্রশ্ন করা হলে তিনি জবাব দেন ‘আমার সন্দেহ রয়েছে। আমার তেমন মনে হয় না।’
তবে, প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর দিন শেষ কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলব হ্যাঁ । আমার মনে হয়, ঠিক তাই।’