লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস
পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে জোয়ারের উচ্চতা বাড়তে পারে বলে আভাস মিলেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টায় মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে আগামী একদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীর জোয়ার স্বাভাবিক থাকলেও পরের দুদিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৫/৬ তারিখের দিকে বৃষ্টি হতে পারে৷ আর খুলনা, ঢাকার কিছু অংশ এবং সিলেটেও পরিমাণে কম বৃষ্টিপাত হতে পারে।
“তবে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে। এ দুই এলাকাতেই ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে; ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।