সোমবার ০৩ নভেম্বর ২০২৫, কার্তিক ১৯ ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ চায় ধর্মভিত্তিক ৮ দল ১৯৪৯ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই, ছেলেদের বিরুদ্ধে ৫ মামলা ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ অভ্যুত্থানের পর প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড প্রাথমিকের সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাদ রাজনৈতিক দলগুলোই ঠিক করবে গণভোটের সময় এমপিওভুক্তির দাবিতে ফের লাগাতার অবস্থানে শিক্ষকরা নির্বাচনের ওপর `নির্ভর করছে` দেশ কোন দিকে যাবে: সিইসি জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২০ লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৮ আপাতত ইউক্রেইনের জন্য কোনো টমাহক নয়: ট্রাম্প দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

 প্রকাশিত: ১৪:১০, ৩ নভেম্বর ২০২৫

নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রোববার আবারও দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। 

সমস্যা সমাধানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বৈঠকের পরামর্শ দেওয়ার পর তিনি এ হুমকি দিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় চলমান ‘খ্রিস্টান নির্যাতন ও হত্যাকাণ্ড’ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে ‘সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে’।

ট্রাম্প নাইজেরিয়ায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার কথা বিবেচনা করছেন কি—না— এয়ার ফোর্স ওয়ানে থাকা এএফপি একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে। আমি বলতে চাইছি, অনেক কিছু, আমি অনেক কিছুরই পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, ‘সেখান তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তাদের প্রচুর সংখ্যায় হত্যা করছে। আমরা তা হতে দেব না।’  

শনিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খ্রিস্টধর্ম ‘একটি অস্তিত্বগত হুমকির মুখোমুখি’ হচ্ছে বলে সতর্ক করেন।

এর একদিন পর তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা তৈরি করতে বলেছেন।

নাইজেরিয়া প্রায় সমানভাবে মুসলিম-প্রধান উত্তর এবং মূলত খ্রিস্টান-প্রধান দক্ষিণে বিভক্ত। দেশটি ধর্মীয় সংঘাতে জড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে খ্রিস্টান ও মুসলিম উভয়ই নির্বিচারে হত্যা হচ্ছে।