বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত

 প্রকাশিত: ১৮:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দিনব্যাপী নক আউট পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

 

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহি জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকাসহ মোট ৪৪ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই দাবা প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

 

বালক বিভাগে প্রথম হয় ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান, দ্বিতীয় হয় যুবরাজ মালাকার এবং তৃতীয় হয় পাইকপাড়া মডেল হাই স্কুলে মো. জাকারিয়া হোসেন।

 

বালিকা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে- হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রানী সূত্রধর ও রিয়া রানী সূত্রধর এবং তৃতীয় হয় ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত।

 

খেলা পরিচালনা করেন করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

 

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

 

জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র প্রতিনিধি সজীব সরকার।