খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

খুলনা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খুলনায় ইজিবাইকের ধাক্কায় মো. মুনতাজিন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইসগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইকচালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
শিশু মুনতাজিন দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সে মারা যায়।
তিনি বলেন, এর আগে জনতা ইজিবাইকচালক আসাদুল ইসলামকে মারধর করে। পরে ইজিবাইকসহ তাকে থানায় সোপর্দ করে। চালক আসাদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।