মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

৬০ বছর পর বার্সাকে লজ্জায় ডুবালো পর্তুগিজ বেনফিকা

 প্রকাশিত: ১৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২১

৬০ বছর পর বার্সাকে লজ্জায় ডুবালো পর্তুগিজ বেনফিকা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে মাঠে নামে কাতালান ক্লাবটি। কিন্তু হয়েছে উল্টোটা। ম্যাচটি ৩-০ গোলে হেরেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বেনফিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন নুনেজ। একটি গোল করেন রাফা সিলভা। এই ম্যাচে লাল কার্ড দেখেন বার্সেলোনার এরিক গার্সিয়া।

ঘরের মাঠে বার্সার বিপক্ষে মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় বেনফিকা। তৃতীয় মিনিটে নুনেজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পর ৬৯তম মিনিটে রাফা মির গোল করে ব্যবধান আরো বাড়ান। তিন গোল হজমের পর ম্যাচের ৮৭তম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: