ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গত শনিবার বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। গতকাল রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছে। হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় সান ফ্রান্সিসকোর উত্তর-পূর্বে অবস্থিত স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলের ভিতরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
সান জোয়াকুইন কাউন্টির শেরিফ প্যাট্রিক উইথ্রো গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, নিহত চারজনের বয়স আট, নয়, ১৪ এবং ২১ বছর।
তিনি বলেন, আহত ১১ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
উইথ্রো বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা সংগ্রহ করেছি তা থেকে আমরা মনে করছি যে হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল।
তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে, তার মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।
শেরিফের কার্যালয় কারও কাছে কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা হয়নি।