এশিয়া সফরে কিমের সঙ্গে সাক্ষাৎ করলেন না ট্রাম্প, বললেন ‘অত্যন্ত ব্যস্ত’ ছিলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, এই সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় তিনি ‘অত্যন্ত ব্যস্ত’ থাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে পারেননি। তবে তিনি পরে সাক্ষাৎ করতে পারেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘কিম জং উনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল।’