বুধবার ২৮ জানুয়ারি ২০২৬, মাঘ ১৫ ১৪৩২, ০৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে মানবাধিকার সুরক্ষার আহ্বান অ্যামনেস্টির আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ফের ৩ দিনের রিমান্ডে কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবারহ বাড়িয়েছে আদানি রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে ৩৮ জনের মৃত্যু ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড়ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

ফিচার

দিনাজপুরের বোচাগঞ্জে দুম্বার খামার

 প্রকাশিত: ১৩:২৩, ২৫ মে ২০২৪

দিনাজপুরের বোচাগঞ্জে দুম্বার খামার

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় শখের বশে মরুভূমির প্রাণি দুম্বার খামার গড়ে তুলেছেন আব্দুল হান্নান। পেশায় তিনি একজন ধান-চাল ব্যবসায়ী। ভারতের রাজস্থান থেকে দুম্বাগুলো সংগ্রহ করে এই খামার গড়েছেন তিনি।

শুক্রবার দুম্বা খামারে গিয়ে দেখা গেছে এই দুম্বার খামার। খামারের মালিক আব্দুল হান্নান জানান, কয়েক বছর আগে প্রথমে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা সংগ্রহ করেছিলেন তিনি। সেই দুম্বা বেড়ে বর্তমানে ৩৫টি হয়েছে। পরম যতেœ প্রাণিগুলোকে লালন-পালন করছেন তিনি। খামারটি এক নজর দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কেউ চাইলে সেখান থেকে কোরবানির দুম্বা সংগ্রহ করতে পারবেন বলেও জানিয়েছেন ওই খামারি।

খামার শ্রমিকরা বলেন, আমরা প্রতিদিন দুম্বাগুলোকে নেপিয়ার ঘাস, ভুসি, ডাল ও ছোলা দিয়ে থাকি। দুম্বাগুলো স্বভাবে খুবই শান্ত প্রকৃতির। এজন্য দেখাশোনা করতে তেমন সমস্যা হয় না।

দুম্বা খামারি আব্দুল হান্নান বলেন, শখের বশেই আমার এই দুম্বার খামার গড়ে তোলা। তবে প্রতি বছর কোরবানির সময় দুম্বাগুলো প্রস্তুত করা হয়ে থাকে। কেউ চাইলে ক্রয় করতে পারে। গত কোরবানিতে বিক্রয় করা হয়েছিলো ৮ টি দুম্বা। আসন্ন কুরবানীর ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ২০টি দুম্বা। আশা করছি প্রতিটি দুম্বার মূল্য ১ লাখ টাকা করে পাবো।

এর মধ্যেই বেশকিছু গ্রাহক তার খামারে এসে আসন্ন কুরবানী ঈদের জন্য দুম্বা পছন্দ করে গেছেন। অনেক ক্রেতা দর-দাম করছেন। চাহিদা মত দাম হলেই প্রস্তুত করা ২০ টি দুম্বা আসন্ন কুরবানীতে বিক্রি করবেন বলে নিশ্চিত করেন তিনি।

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ (ডিএলও) কর্মকর্তা ডা. আশিকা আকবর ত্রিশা বলেন, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৭৬টি। প্রস্তুত রয়েছে ৩ লাখ ৯৮ হাজার ২০টি। চাহিদা পূরণ করেও অবশিষ্ট থাকবে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩টি কোরবানির পশু। জেলার অবশিষ্ট পশুগুলো অন্যত্র পাঠানো যাবে।

তিনি আরও বলেন, বৃহত্তর এই জেলায় গড়ে উঠেছে বিভিন্ন পশুর খামার। বর্তমান বোচাগঞ্জ উপজেলায় একটি দুম্বার খামারও গড়ে উঠেছে। এটা একটা ভাল উদ্যোগ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার সকল খামারিদের সুপরামর্শসহ সেবা দিয়ে আসছেন। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের সব ধরনের সহযোগিতা দিয়ে উৎসাহ প্রদান করা হচ্ছে।