ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালালালের কার্গো ভিলেজ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
দেশের প্রধান এ বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঢাকায় নামনে না পেরে অন্য বিমানবন্দরে গেছে এক ডজনের বেশি ফ্লাইট।
শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করছে। সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সদস্যরাও যোগ দিয়েছেন অগ্নি নির্বাপণের কাজে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, “সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া না গেলেও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে।
বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্সের পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন এতটাই ভয়াবহ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলছে বিমানবাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
বিমানবন্দরে প্রবেশের পথগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। ঢাকার মূল অংশ থেকে উত্তরাগামী সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট।