সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

শিশু

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

 প্রকাশিত: ১৫:৪৭, ১১ অক্টোবর ২০২৫

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। 

মেয়েদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২০১২ সাল থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

এবার দিবসটির প্রতিপাদ্য হলো, ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা।’

প্রতি বছর ১১ অক্টোবর জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রে দিবসটি পালিত হয়। একে মেয়েদের দিনও বলা হয়। 

২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবার এই দিবস উদযাপিত হয়েছিল। মূল উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা। এর পাশাপাশি শিক্ষার অধিকার, পুষ্টি নিশ্চিত করা, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বিবাহ বা বাল্যবিবাহ রোধ করাও এই দিবসের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারি সংস্থার একটি প্রকল্প থেকে এই দিবসের সূচনা হয়। সংস্থাটির ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl)  আন্দোলনের কারণে দিবসটির ধারণা তৈরি হয়। 

আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে কন্যাশিশুদের পুষ্টি এবং যত্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মীরা এ উদ্যোগকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেন। পরে জাতিসংঘ সাধারণ সভায় কানাডা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব রাখে।

এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর এই প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। পরের বছর ১১ অক্টোবর প্রথমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। প্রতি বছরের একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য থাকে। প্রথমবারের থিম ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করা’, আর দ্বিতীয়বার অর্থাৎ ২০১৩ সালে থিম ছিল ‘মেয়েদের শিক্ষাক্ষেত্র অভিনব করে তোলা’।