সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার প্রতিবাদ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক জামায়াত আমিরের ১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

রাজনীতি

পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ

 প্রকাশিত: ১৮:৫২, ২৫ জানুয়ারি ২০২৬

পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ

পাবনা-১ (সাঁথিয়া) আসনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আবু সাইয়িদ বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার স্বপক্ষের এবং মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি বিধায় আমি এমন সিদ্ধান্ত নিলাম।

“জীবনে অনেক বার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি তাই। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”

অধ্যাপক সাইয়িদ দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

গত ২১ জানুয়ারি বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আবু সাইয়িদ।

মামলা দিয়ে তাকে ও তার সমর্থকদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে অধ্যাপক সাইয়িদ বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে-এই লক্ষ্যেই তিনি বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান অধ্যাপক আবু সাইয়িদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, “অধ্যাপক আবু সাইয়িদের অভিজ্ঞতা ও সমর্থন আমাদের বিজয়কে ত্বরান্বিত করবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে জয়ী হবো।”