সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার প্রতিবাদ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক জামায়াত আমিরের ১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

রাজনীতি

১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ

 প্রকাশিত: ১৬:৫৭, ২৫ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে নির্বাচন কমিশন নিরপেক্ষ নেই বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বাড্ডার সাঁতারকুলে নির্বাচনী প্রচারের সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

এবার যেহেতু নতুন দল, নতুন সমীকরণ তৈরি হয়েছে সেই জন্য আমার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। 

তিনি বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের, এটা আমরা মানুষকে বোঝাচ্ছি। এটা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। মানুষ ভেবেছিল ৫ আগস্টের মধ্য দিয়ে এই সংস্কৃতির মৃত্যু ঘটবে।

কিন্তু আমরা দেখলাম ৫ আগস্টের পর আবার চাঁদাবাজি, দখলদারি ইত্যাদি শুরু হয়েছে। আমরা মনে করি ১২ ফেব্রুয়ারি যারাই দখলদারদের সমর্থন দিয়েছে, তারা পরাজিত হবে, মানুষ সেটাই চাচ্ছে।

নাহিদ বলেন, ১১ দলের প্রার্থীরা সংস্কার এবং ইনসাফের পক্ষে, সারাদেশে তাদের পক্ষেই জনজোয়ার থাকবে। 

নির্বাচন কমিশন নিরপেক্ষ নেই মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, তারা গণভোটের প্রচারণা করার জন্য আমাকে শোকজ দিয়েছিল।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যখন নিয়ম ছিল না তখন থেকে প্রচারণা করে যাচ্ছে। 

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরাসরি কোনো বাধা না দিলেও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। অফিস নিতে বাধা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, মানুষ যাতে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হয় সেই জন্য এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। এটা কোনো কাজে আসবে না।

আমরা মনে করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবে। আমরা আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে, নইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।