দুই দশক পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, উৎসবের আমেজ
২১ বছর পর রোববার কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার চট্টগ্রামের জনসভা শেষে তিনি কুমিল্লার তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
এর মধ্যে সবচেয়ে বড় জনসভার আয়োজন করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে।
একই দিনে চৌদ্দগ্রাম এবং দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মডেল মসজিদ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
সমাবেশস্থলগুলোতে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে; নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এলাকা।
সবশেষ ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা স্টেডিয়ামে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান। অর্থাৎ দীর্ঘ দুই দশক পর আবার কুমিল্লা সফরে যাচ্ছেন তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
“উৎসাহের আমেজ নিয়ে তারা অপেক্ষা করছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে এবং তাকে একনজর দেখতে।”
বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসভা শেষে বিকালে কুমিল্লায় তিনটি সভায় অংশ নেবেন তারেক রহমান। বিকাল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ফুলতলী মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
তার এ জনসভা ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
সুয়াগাজী ফুলতলী মাঠে গিয়ে দেখা গেছে, সেখানে মঞ্চ নির্মাণের কাজ করছেন কর্মীরা। আর তাদের কাজ তদারকি করছেন বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা।
তারা আশা প্রকাশ করছেন, তারেক রহমানের এ জনসভায় ‘স্মরণকালের বৃহৎ’ লোকসমাগম হবে। এখান থেকেই আগামী নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান।
এর আগে শনিবার সন্ধ্যায় দাউদকান্দির সভা মঞ্চ পরিদর্শন করেন দলের স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।
দাউদকান্দি উপজেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, মুরাদনগর দেবিদ্বার ও চান্দিনাসহ বিভিন্ন উপজেলার সংসদ সদস্য ও প্রার্থী ও নেতাকর্মীরা।
চৌদ্দগ্রামের জনসভায় নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ দক্ষিণের উপজেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।
এছাড়া কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীর জনসভায় কুমিল্লা সদর, মহানগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লালমাইসহ বিভিন্ন উপজেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা এবং নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে তারেক রহমানের কুমিল্লা সফরের মধ্য দিয়ে।
“নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে আমরা বুঝতে পারছি জনতার জোয়ার নামবে কুমিল্লার সমাবেশকে ঘিরে।”