বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাদি হত্যা: ডিবি পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ, বাদীর নারাজি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, সাড়া মেলেনি বোর্ড প্রধানের বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

 প্রকাশিত: ১২:০৩, ১৪ জানুয়ারি ২০২৬

মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। 

এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 

তিনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর, ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকান এই কারাবন্দীদের মুক্তি দিল।

এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় আটক আমেরিকানদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বন্দীদের মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বা কত জনকে মুক্তি দেওয়া হচ্ছে তাও বলেননি।

তবে একাধিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

তিনি মার্কিন হামলার প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায়, তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন।

গত ২০২৪ সালের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  নির্বাচনে নিকোলাস মাদুরো বিজয়ী ঘোষিত হওয়ার পর, নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে দেশটিতে বিক্ষোভ শুরু হলে।

এই বিক্ষোভ দমনে সরকার কঠোর দমন-পীড়ন চালায় এবং হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে কারাগারে পঠানো হয়।

এর আগে, ভেনেজুয়েলা স্প্যানিশ ও ইতালীয় নাগরিকদের তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে থাকা তার নাগরিকদের মুক্তিকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে এবং গত বছর মাদুরোর সঙ্গে একটি চুক্তিতে কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করেছে।