মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, কার্তিক ৬ ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘অর্থ পাচার’: ১০ শিল্পগোষ্ঠীর তালিকা থেকে জেমকন বাদ, যোগ হল প্রিমিয়ার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ময়মনসিংহে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, উল্টে নিহত ২ খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতককে জীবিত উদ্ধার ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত বেলিজ সরকার নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দেশে নিরাপদ পরিবেশ বিদ্যমান: ইসি সচিব এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

ইসলাম

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

 প্রকাশিত: ১৩:৩২, ১৬ অক্টোবর ২০২৫

সিরাতে নববীর আলোকে জীবনকে রাঙিয়ে তুলুন’

‎রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই রয়েছে প্রকৃত কল্যাণ ও চির মুক্তি। তাই প্রতিটি মুসলমানকেই ব্যক্তিজীবনে যেমন রাসুলের আদর্শ অনুকরণ করা চাই ঠিক তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও যদি নববী আদর্শের আলোকে জীবন সাজাতে পারে তবে কোথাও থাকবেনা কোনো অশান্তি, দুরাচার, হানাহানি ও লুটতরাজ। বরঞ্চ সমাজের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান হবে। আর, এর একমাত্র উপায় হল খেলাফত শাষনব্যবস্থা কায়েম করার লক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।‎

‎ বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।খেলাফত আন্দোলনের এই নেতা বলেন, বর্তমান সমাজে সিরাত চর্চা না থাকার ফলে নবীর সুমহান আদর্শ ও খেলাফত শাসনব্যবস্থা এবং তার সুফল সম্পর্কে আমাদের অনেকে জানেই না।

‎তাই সমাজের সর্বস্তরের সকলকে রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ ও এ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আগামীকাল ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, পল্টন টাওয়ার এর ৪র্থ তলায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন-এ এক সিরাত সম্মেলনের আয়োজন করেছে।‎এছাড়াও ঘরে ঘরে সিরাত চর্চার উদ্যোগকে সামনে রেখে ঢাকা মহানগর রাসূলে আারাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনভিত্তিক সিরাত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। আগামীকাল অনুষ্ঠিতব্য সিরাত সম্মেলনে বিদগ্ধ আলেম ও সিরাত গবেষকগণ সিরাতের ওপর আলোচনা পেশ করবেন এবং কুইজ বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ।সিরাতের সৌরভে সুরভিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানি জীবনের চেতনায় উজ্জীবিত হতে মাওলানা মাহবুব সকলকে উক্ত সম্মেলন যোগদান করার আহ্বান জানান।