মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, কার্তিক ৬ ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

প্যারিসের কাছে টর্নেডোয় ১ জনের প্রাণহানি, আহত ৪ জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি ‘অর্থ পাচার’: ১০ শিল্পগোষ্ঠীর তালিকা থেকে জেমকন বাদ, যোগ হল প্রিমিয়ার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ময়মনসিংহে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, উল্টে নিহত ২ খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতককে জীবিত উদ্ধার ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত বেলিজ সরকার নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দেশে নিরাপদ পরিবেশ বিদ্যমান: ইসি সচিব এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

আন্তর্জাতিক

ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’

 প্রকাশিত: ১১:১৭, ২১ অক্টোবর ২০২৫

ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’

মানব পাচারকারীদের সঙ্গে মিলে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে রাশিয়ার গোয়েন্দারা। এমনই দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ।

‘দ্য টাইমস’ পত্রিকাকে মিতভ জানান, তার সরকারের কাছে প্রমাণ আছে যে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেই সব অপরাধচক্রের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত’, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ করাচ্ছে।

তিনি বলেন, অবৈধ অভিবাসীর এই ঢল বৈরি দেশগুলোর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার।

আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন দমনে যৌথ কৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

তার আগে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারকাজে জড়িত থাকার এই অভিযোগ উঠল। রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে বিতাড়ন ঠেকাতেও অভিবাসীদের উপদেশ দিচ্ছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও দাবি করেছেন যে, বামপন্থি কিছু মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে।

বুলগেরিয়া জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। এর মানে দেশটিতে তুরস্ক হয়ে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা ইউরোপের বাদবাকী দেশে সহজেই পৌঁছে যেতে পারে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কিছু এনজিও হয়ত অসতর্কভাবেই রাশিয়া এবং মানবপাচারকারীদেরকে তাদের কাজে সহযোগিতা করছে।

টাইমসকে তিনি বলেন, “নব্য-মার্কসবাদী এই গোষ্ঠীগুলো আদর্শিক অজুহাত দেখিয়ে তাদের কাজের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছে। মূলত দরিদ্রদেরকে ইউরোপে নিয়ে বসতি স্থাপনের স্বাধীনতা দেওয়া এবং মানুষকে সীমান্তহীন পৃথিবীর স্বপ্ন দেখিয়ে তারা আদতে অপরাধচক্রের হাতকেই শক্তিশালী করছে।”