বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হয়রানির শিকার মাওলানা মামুনুল হক, ছিনিয়ে আনলো জনতা

 প্রকাশিত: ২০:২৭, ৩ এপ্রিল ২০২১

হয়রানির শিকার মাওলানা মামুনুল হক, ছিনিয়ে আনলো জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে কিছু মানুষের হয়রানির মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। এরপরই স্থানীয় জনতা তাকে হামলাকারীদের হাত থেকে ছিনিয়ে আনেন। শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয় বলে জানা যায়।

আজ শনিবার বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে ছিলেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। নাম আমিনা তৈয়বা। স্ত্রীকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

স্থানীয় পুলিশ জানায়, মাওলানা মামুনুল হক সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে উঠেন। দুপুর থেকেই এলাকায় এ খবর প্রচার হয় যে, মাওলানা মামুনুল হক রিসোর্টে অবস্থান করছেন। এরপরই স্থানীয় লোকজন মাওলানা মামুনুল হককে দেখতে ভির।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় জানান, আমরা মাওলানা মামুনুল হকের সঙ্গে কথা বলছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল