বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভার ও আশুলিয়া থেকে দুই মরা দেহ উদ্ধার

 প্রকাশিত: ০৯:৫৪, ৩ এপ্রিল ২০২১

সাভার ও আশুলিয়া থেকে দুই মরা দেহ উদ্ধার

শনিবার সকালে সাভারের জোরপুল ও আশুলিয়ার মড়াগাং থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, শনিবার সকালে সাভারের জোরপুল এলাকায় নিজের ভাড়া ঘরে স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিকের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

ওই নারী শ্রমিকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই অপূর্ব।

অন্যদিকে একই দিন সকালে আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অনলাইন নিউজ পোর্টাল