সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৩ ১৪৩২, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ

 প্রকাশিত: ১২:০৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ

মানিকগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মানওয়ার হোসেন মাল্লার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ ও রাজস্ব) মোহাম্মদ আলী। 

এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আবদুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্প প্রতিনিধি ক্যাপ্টেন শাকিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালী পদ ঘোষ এবং জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী। 

সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মানওয়ার হোসেন মাল্লা দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আন্তরিকতা দিয়ে ও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় মানিকগঞ্জ রিজার্ভ ট্যাঙ্কের পরিবর্তে কালিগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।