রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৩ ১৪৩২, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তেজগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

 আপডেট: ০৭:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

তেজগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

ঢাকা, সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর তেজগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত এ সভায় আলোচনার বিষয় ছিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ।

বক্তৃতা করেন তেজগাঁও কলার আড়ত সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, ডিম ব্যবসায়ী মহসিন মিয়া এবং তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন তেজগাঁও কলা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মালেক মাহমুদ রুবেল।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।