রশিদের রেকর্ড ম্যাচে প্রথম জয় আফগানিস্তানের

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্পিনার রশিদ খানের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। গতরাতে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এ ম্যাচে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও আরেক ওপেনার সেদিকুল্লাহ আতাল ও তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৩তম ওভারেই ১শ রান পেয়ে যায় আফগানিস্তান।
৪টি চার ও ৩টি ছক্কায় ৪০ বলে ৫৪ রানে থামেন আতাল। ৩ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৪০ বলে ৬৩ রান করেন জাদরান। তাদের বিদায়ের পর ডেথ ওভারে আজমতুল্লাহ ওমারজাই ও করিম জানাতের ১৪ বলে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। আরব আমিরাতের মুহাম্মদ রহিদ ও সাগির খান ২টি করে উইকেট নেন।
জবাবে ৯ ওভারে ২ উইকেটে ৮৭ রান তুলে ভালভাবে লড়াইয়ে টিকে ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দশম ওভার থেকেই পথ হারায় তারা। আফগানিস্তানের তিন স্পিনার রশিদ, শরফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবির ঘূর্ণিতে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে ম্যাচ হারের লজ্জা পায় আরব আমিরাত। ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে স্বাগতিকরা।
আফগানিস্তানের আশরাফ ২৪ রানে ও রশিদ ২১ রানে ৩ উইকেট নেন। এ ম্যাচে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।