বুধবার ২৯ নভেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

ইসলাম

বন্দকী জিনিস যদি বন্দক গ্রহিতার হাতে হালাক হয়ে যায়

 প্রকাশিত: ২২:৩১, ১০ নভেম্বর ২০২৩

বন্দকী জিনিস যদি বন্দক গ্রহিতার হাতে হালাক হয়ে যায়

প্রশ্ন:

আমার ফুফা  আব্দুল হামিদ তার ছোট ভাই আব্দুল কাদের থেকে কিছু টাকা ঋণ নেয়, অতঃপর ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার কাছে একটি জিনিস বন্দক রাখে, তারপর সেই বন্দকী জিনিস হারিয়ে যায় তাহলে সে ক্ষেত্রে তার ছোট ভাই আব্দুল কাদেরকে ক্ষতিপুরণ দিতে হবে কি না ?

উত্তর:

বন্দকগ্রহিতার কাছ থেকে যদি অসতর্কতার কারণে বন্দকী জিনিস হারিয়ে যায়, তাহলে তার ক্ষতিপূরন দিতে হবে, এক্ষেত্রে যদি তার সম পরিমান বস্তু ফেরত না দিতে পারে তাহলে সেই বস্তুর সমপরিমান মূল্য দিবে।

Online_News_Portal_24

মন্তব্য করুন: