মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

ইসলাম

আরাফাত দিবসের খুতবার সম্প্রচার বাংলাসহ ১৪ ভাষায় 

 প্রকাশিত: ১১:৫৩, ৩ জুলাই ২০২২

আরাফাত দিবসের খুতবার সম্প্রচার বাংলাসহ ১৪ ভাষায় 

এই বছর পবিত্র হজ উপলক্ষে আরাফাত দিবসের খুতবা মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে। এই ১৪ ভাষার একটি বাংলা। ধারণা করা হচ্ছে, এবারের খুতবা সব মিলে সারা বিশ্বের ২০ কোটি মানুষের কাছে পৌছাবে।

হজের খুতবা হয় আরবিতে। সেটি থেকে এ বছর বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফারসি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল ভাষায় অনুবাদ হবে খুতবা। এর আগে গেল বছর বাংলাসহ ১০ ভাষাষ খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার যোগ হয়েছে স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল ভাষা।

এবার পঞ্চম বছরের মতো আরাফাতের খুতবার অনুবাদ এভাবে সরাসরি সম্প্রচার করা হবে।   

সৌদি সরকারের পক্ষে দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইস এসব তথ্য জানান। আরব নিউজে সরকারের বরাত দিয়ে তা প্রকাশ হয়। 

মন্তব্য করুন: