শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশী নিহত

 প্রকাশিত: ১২:০৯, ২৪ জানুয়ারি ২০২২

সৌদি আরবে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশী নিহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযানের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পরেনি।