শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-২৬ বিষয়: সিয়াম কিডনীকে ভাল রাখে

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৯:১৫, ১৬ এপ্রিল ২০২৩

রোজা ও রমজান: পর্ব-২৬ বিষয়: সিয়াম কিডনীকে ভাল রাখে

প্রতিটা মানুষের দেহে কিডনী আছে। আর প্রতিটি কিডনীতে কমপক্ষে দশ লক্ষ নেফ্রন বা ছাকুনি রয়েছে। বেশী বেশী খাওয়ার কারনে সেই কিডনীর নেফ্রন বা ছাকুনিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফলে ক্রমান্বয়ে কিডনীর নেফ্রনগুলো দুর্বল হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে সিয়াম পালন করলে, বিশেষ করে পবিত্র মাহে রমযানে একটানা কিছুদিন সিয়াম পালন করলে কিডনীর নেফ্রনগুলোতে চাপ কম হয়।

ফলে কিডনীর নেফ্রন দুর্বল হয় না। বরং দীর্ঘদিন সিয়াম রাখার সময়ে কিডনীর নেফ্রন সতেজ থাকে। এদিকে আধুনিক মেডিকেল সাইন্স প্রমাণ করেছে, কিডনীর নেফ্রনগুলো সতেজ থাকলে দেহে রোগ-ব্যাধি কম হয়। বিশেষ করে কিডনী রোগ হয় না। (ইফা কর্তৃক প্রকাশিত, সিয়াম ও রমযান)


মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470

মন্তব্য করুন: