সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, পৌষ ২২ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

ব্রেকিং

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ চাঁদাবাজির মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় অভিযোগ গঠন পেছাল মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আনিসুল হকের সাড়ে চার কোটি টাকার গাড়িসহ ৫৮৪ শতাংশ জমি জব্দ ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে: ট্রাম্প নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬ আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

ফিচার

আধুনিক ফিচারে পরিপূর্ণ স্মার্টওয়াচ আনছে ফেসবুক

 প্রকাশিত: ১২:১৭, ২০ জানুয়ারি ২০২২

আধুনিক ফিচারে পরিপূর্ণ স্মার্টওয়াচ আনছে ফেসবুক

জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার প্রযুক্তির অন্যতম আবিষ্কার স্মার্টওয়াচ আনতে চলেছে। ভিআর হেডসেটের পর এই পণ্যটি এনে নিজেদের প্রযুক্তি মার্কেট আরও বড় করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, খুব শিগগিরই বেশ বড়সড় সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা। একইসঙ্গে জোড়া স্মার্টওয়াচ বাজারে আনবে তারা। দুটি ভিন্ন লুকে আসবে স্মার্টওয়াচগুলো। এগুলো বাজারের অন্যান্য স্মার্টওয়াচের চেয়ে বেশ আলাদা হবে।

স্মার্টওয়াচ দুটি প্রকাশ্যে আনার পেটেন্ট পেয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। স্মার্টওয়াচগুলোর একটির ডায়াল হবে আয়তাকার। অন্যটির ডায়াল থাকবে বৃত্তাকার। আয়তাকার স্মার্টওয়াচের ডিসপ্লেটি খোলা যাবে। আর বৃত্তাকার স্মার্টওয়াচটিতে থাকবে তিনটি ক্যামেরা লেন্স। সেগুলো নিজের সুবিধা মতো রোটেট করে নেয়া যাবে।

স্মার্টওয়াচ দুটিতে হার্ট-রেট ট্র্যাকিং, স্পেপ-কাউন্টিং-সহ ফিটনেস সংক্রান্ত সব ফিচার থাকবে। এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে মেপে নিতে পারবেন শরীরের তাপমাত্রাও। যা করোনাকালে অত্যন্ত জরুরি একটি ফিচার।

সাধারণত স্মার্টফোনের ট্রিপল ক্যামেরার মতো করেই ব্যবহার করা যাবে এই ক্যামেরা। এর মধ্যে থাকবে একটি মূল টেলিফটো লেন্স, একটি আলট্রা ওয়াইড লেন্স এবং একটি যুম লেন্স। রিপোর্টে আরও জানা গিয়েছে, ভারচুয়াল রিয়ালিটি (VR) এবং অগমেন্টেড রিয়ালিটি (AR) সিস্টেমও সাপোর্ট করবে। পরবর্তীতে যে AR হেডসেট বাজারে আসবে, তার সঙ্গেও ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচটি।