রাঙ্গামাটিতে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ক কর্মশালা

রাঙ্গামাটি, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
সনাক-টিআইবি রাঙ্গামাটি জেলার সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন টিআইবির ক্লাস্টার কো অর্ডিনেটর মো: জসিম উদ্দীন।
সনাক-টিআইবি রাঙ্গামাটি জেলার সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন টিআইবির ক্লাস্টার কো অর্ডিনেটর মো: জসিম উদ্দীন।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, টিআইবির কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট কাজী শফিকুর রহমান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো: শাহজাহান, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওমর ফারুক, সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙ্গামাটি প্রেসক্লাব প্রতিনিধি সাংবাদিক মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
কর্মশালায় সুশাসন ও আইনের শাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক সুশাসন, টেকসই অভীষ্ট পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।