চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে বৃহস্পতিবার

শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি কারখানা বৃহস্পতিবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।
কারখানা চালুর নোটিশ কর্তৃপক্ষ দিয়েছে মঙ্গলবার রাতে।
প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের স্বাক্ষর করা নোটিশে বলা হয়, “সম্প্রতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ধারা ১২ (১) অনুযায়ী গত ১৬ অক্টোবর থেকে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
“বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি ও কারখানা খোলার অনূকূল পরিবেশ সৃষ্টি হওয়ার কর্তৃপক্ষ আগামী ২৩ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
এসব কারখানার কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়তা করার আহ্বান জানিয়েছে মালিক পক্ষ।
গত ১৪ ও ১৫ অক্টোবর নগরীর ইপিজেডের প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়। ১৬ অক্টোবর শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের মারামারির ঘটনায় মালিক পক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
এরপর ওই রাতেই গ্রুপের আটটি কারখানা প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স ২০০০ এ আলাদা আলাদা নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ।
কারখানা বন্ধ ঘোষণার পরদিন ১৮ অক্টোবরেও সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন।