চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানি নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় চা দোকানির প্রাণ গেছে।
উপজেলার আলোকদিয়া বাজারে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন।
নিহত ৬০ বছর বয়সী মজিদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মাস্টারপাড়ার ইসাহাক আলীর ছেলে।
আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তিনি চায়ের দোকান চালাতেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে দোকান বন্ধ করে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন মজিদ আলী। এ সময় হেডলাইট ছাড়া চুয়াডাঙ্গাগামী বেপরোয়াগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল চালক পাশের খাদে পড়ে যান এবং মজিদ আলী গুরুতর আহত হন।
এরপরই মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন পরে মজিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত অবস্থায় মজিদ আলীকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।”
পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি খালেদুর রহমান জানান।