শুক্রবার ০২ মে ২০২৫, বৈশাখ ১৯ ১৪৩২, ০৪ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

পহেলগাঁও হামলায় ‘র’-এর জড়িত থাকার গোপন নথি ফাঁস চিন্ময় কৃষ্ণের জামিন নিয়ে ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭ ‘মানবিক করিডোরের’ সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ‘জাতীয় স্বার্থে প্রস্তুত পাকিস্তান’—ট্যাংকের ওপর দাঁড়িয়ে বললেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী হয়ে থাকলে শ্রমিকের বেতন বাড়ান: ইউনূসকে সেলিম ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, ‘ব্যবস্থার’ নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ভোটার তালিকায় রোহিঙ্গা: বিশেষ এলাকায় ‘কঠোর পদক্ষেপ’ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে মে দিবস উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করুন: ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার ধরন যেমন হতে পারে ঐকমত্য কমিশন যেন বিভাজনের কমিশন না হয় পোপ হতে চান ট্রাম্প অবশেষে সেই খনিজ চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন

সংস্কৃতি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত ১০ এপ্রিল: ফারুকী

 প্রকাশিত: ১৫:২৯, ৮ এপ্রিল ২০২৫

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত ১০ এপ্রিল: ফারুকী

পহেলা বৈশাখ বা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সভা হবে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয় সিদ্ধান্ত নেবে।  

তিনি আরও বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকা এবং সারা দেশজুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কী কী অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটগুলো নিয়ে আগামীকাল একটা সংবাদ সম্মেলন হবে। সেখানে আমরা লিখিত আকারে বিস্তারিত দিয়ে দেব কোথায়, কখন কী হবে।

মঙ্গল শোভাযাত্রা কী নাম দিয়ে পালন করা হবে- এমন প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছেন। তারাই আলোচনা করে নাম ঠিক করে আপনাদের জানাবেন। নাম পরিবর্তন হবে কী হবে না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রাটা করে। তাই তারাই নির্ধারণ করবেন।

এর আগে বলেছেন যে এ বছর শোভাযাত্রা আরও বেশি ইনক্লুসিভ হবে, সেটা কীভাবে করবেন বা কী কী থাকছে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রায় বাঙালিসহ অন্যান্য ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এটা সরকারি উদ্যোগে হবে। এখনই বান্দরবানে নৃ-গোষ্ঠীর আয়োজনে মেলা চলছে। চৈত্র সংক্রান্তিতে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে বিভিন্ন জাতিগোষ্ঠী উৎসব করতে পারে। এর বাইরে কী কী থাকবে সেটা জানতে হলে অনুষ্ঠানে এসে দেখতে হবে। এখন বলে দিলে তো আর আগ্রহ থাকবে না।  

শোভাযাত্রার নাম ইউনেস্কো থেকে স্বীকৃত, সেটার নাম পরিবর্তনের বিষয়টা একা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়ে দিচ্ছেন এখানে সরকারের কোনো ভূমিকা থাকবে কিনা জানতে চাইলে ফারুকী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এ শোভাযাত্রার আয়োজন করে, তারা নেতৃত্বে থাকে, তারাই সিদ্ধান্ত নেবেন। সরকার সারা দেশ নিয়ে ভাবে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ও আছে। সরকার সবকিছু নিয়ে ভাবে। সরকার নিশ্চয়ই ভাববে।