উখিয়ায় ইয়াবাসহ তিন আর্মড পুলিশ গ্রেফতার

কক্সবাজারের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে তিন আর্মড পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে ৮ এপিবিএনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ৮ এপিবিএন কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও মো. নাজিম।
শরণার্থী ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরামকে (৩৮) দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করতে এসআই সোহাগ চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে হেডমাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে অবগত করেন।
পরে এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হেডমাঝি একরামের সঙ্গে এসআই সোহাগের বাকবিতণ্ডার এক পর্যায়ে এপিবিএনের সিনিয়র কর্মকর্তারা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ ওই তিন আর্মড পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও আরও কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
অনলাইন নিউজ পোর্টাল