শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৪ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩

 আপডেট: ০৯:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩

লক্ষ্মীপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকার দেশি মদের দোকান এবং মডেল থানা সংলগ্ন কিশোর কুমার সাহার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী বিপুল পরিমান কেরু ব্র্যান্ডের মদ জব্দ করে। 

 

এসময় দেশি মদের দোকানের স্বত্বাধিকারী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং দোকানের কর্মচারী চিদ্রাম চন্দ্র বাছারকে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, লক্ষ্মীপুর জেলা সেনা কমান্ডার রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিপুল পরিমান দেশীয় মদসহ আটক তিনজনকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।